Shoes

গরমে চামড়ার জুতার যত্ন!

রাস্তার ধুলাবালি, কাদা, পানি ইত্যাদি বিভিন্ন কারণে চামড়ার জুতা নষ্ট হয়ে যায়। কারণ চামড়ার জুতা অন্য জুতার তুলনায় ভিন্ন। তাই এটি রক্ষণাবেক্ষণেও বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন। গরমের দিনগুলোতে চামড়ার জুতা ভালো রাখার মূলমন্ত্র হল সরাসরি সূর্যের আলো এবং পানি থেকে দূরে রাখা। কারণ চামড়ার জুতার সবচেয়ে বড় শত্রু পানি আর সূর্যের আলো।

তাই গরমে চামড়ার জুতার কীভাবে যত্ন নেবেন জেনে নিন-

সূর্যর আলো

সরাসরি সূর্যের আলো ও তাপ পড়লে চামড়ার জুতার রং নষ্ট হয়ে যায় খুব দ্রুতই। এছাড়াও শুকিয়ে গিয়ে ভাঁজ পড়ে যায়। তাই চামড়ার জুতা রাখতে হবে অন্ধকার এবং আর্দ্র স্থানে। আর সেখানে থাকতে হবে আলো-বাতাস চলাচলের সুযোগ।

পানি

পানিতে ভেজানো থেকে বাঁচাতে হবে শখের জুতা জোড়া। বিশেষ করে যেসব জুতা হাতে তৈরি করা। কারণ চামড়ার জুতার বড় শত্রু পানি।

মুজা

জুতার ভেতরে মুজা রাখলে বাজে দুর্গন্ধ তৈরি হয়। সেইসঙ্গে কমে যায় জুতার আয়ু।

ব্যাগ

কখনও প্লাস্টিক কিংবা পলিব্যাগে জুতা রাখবেন না। কারণ চামড়ার জুতায় বাতাস লাগার ব্যবস্থা না থাকলে অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। তাই রাখতে হবে কাপড়ের ব্যাগে।

পরিষ্কার

জুতা নিয়মিত পরিষ্কার করে কালি ও ক্রিম দিয়ে পালিশ করা উচিত। পরিষ্কার করতে হবে নরম কাপড় দিয়ে।

পরিধাণ

একই জুতা প্রতিদিন পরলে তা ভালোভাবে শুকানোর সুযোগ পায় না। এর ফলে দ্রুত ছিঁড়ে যায়। তাই দুই জোড়া জুতা সংগ্রহে রেখে একদিন বিরতি দিয়ে পরতে হবে।

জুতার আলনা

জুতা প্যাকেটে না রেখে খোলা জায়গায় জুতার আলনায় রাখা ভালো। এর ফলে জুতার ভেতরের ঘাম দ্রুত শুকাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *