চামড়ার জুতা অন্য জুতার তুলনায় ভিন্ন। তাই এটি রক্ষণাবেক্ষণেও বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন। এ লেখায় থাকছে চামড়ার জুতা দীর্ঘদিন ঠিক রাখার চারটি উপায়।
১. পানি এড়িয়ে চলুন
চামড়ার জুতার সবচেয়ে বড় শত্রু পানি। আর পানির সংস্পর্শ থেকে আপনার জুতা রক্ষা করতে পারলে জুতা বহুদিন ভালো অবস্থায় টিকিয়ে রাখা সম্ভব। পানির সংস্পর্শে চামড়ার জুতা শক্ত হয়ে যায় এবং তার পৃষ্ঠও অমসৃণ হয়ে যায়।
২. ময়েশ্চারাইজ ব্যবহার
চামড়ার জুতার জন্য দোকান থেকে ভালো মানের ময়েশ্চারাইজার সংগ্রহ করুন।এগুলো জুতাকে চকচকে রাখবে এবং এর মানও দীর্ঘদিন অক্ষুন্ন থাকবে। বাজারে পাওয়া জুতার ক্রিম কিংবা পালিশও নিয়ম অনুযায়ী ব্যবহার করতে ভুলবেন না।
৩. ভালো মানের পণ্য কিনুন
নিম্নমানের জুতা কেনা মানে অর্থের অপচয় করা। কারণ এগুলো দীর্ঘদিন টিকে থাকে না।আর ভালো মানের চামড়ার জুতা স্বাভাবিকভাবেই কিছুটা যত্ন নিলে দীর্ঘদিন ভালো থাকে।
৪. ফিতার সঠিক ব্যবহার
জুতা ও জুতার ফিতা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাই জুতা পালিশ করার সময় ফিতা খুলে রাখুন। জুতার অন্যান্য রক্ষণাবেক্ষণের সময়ও ফিতা খুলে রাখুন।